বান্দরবানে রাতের আঁধারে বেনজীরের খামারবাড়ির ৩০ গরু উধাও
দুর্নীতি দমন কমিশন (দুদক) যখন বান্দরবানে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তির খোঁজ করছিল, ঠিক তখনই তার খামারবাড়ি থেকে সরিয়ে নেয়া হলো ৩০টিরও বেশি গরু।
বুধবার (৫জুন) রাতের আঁধারে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার বেনজীরের খামারবাড়ি থেকে এসব গরু রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, দুটি ট্রাকে করে খামারে থাকা ৩০টিরও বেশি গরু সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। দুদক যখন বান্দরবানে বেনজীর আহমেদের সম্পত্তি নিয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছে- এ খবর পাওয়ার পরপরই খামারবাড়ির কেয়ারটেকার মং ওয়াইচিং মারমা নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গরুগুলো সেখান থেকে সরিয়ে নেন বলে তারা জানান।
তবে মং ওয়াইচিং মারমা জানান, গরুর খামারটি তার নিজের। সে কারণেই গরুগুলো তিনি সেখান থেকে নিয়ে গেছেন।
এদিকে, বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, চিঠি দেওয়ার পর বান্দরবানে থাকা বেনজীরের সম্পত্তির হিসাব ইতোমধ্যে দুদকে পাঠানো হয়েছে। পরবর্তীতে সম্পত্তির আরও খোঁজ পাওয়া গেলে সেটিও জানানো হবে বলে।