বায়েজিদে অস্ত্রের মহড়ার আরেক আসামি গ্রেপ্তার
নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া ও অস্ত্রের মহড়ার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সুমন (২৬)। তিনি ৯ বছর আগের দ্রুত বিচার আইনের আরেকটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
মঙ্গলবার রাতে অক্সিজেনের বালুছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকার বাস্তহারা কলোনিতে থাকেন।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘২০১৫ সালে গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দায়ে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। সেই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়া তিনি গত ১২ জানুয়ারি হিলভিউ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে অস্ত্রের মহড়ার ঘটনায় হওয়া মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে ১২টিরও অধিক মামলা আছে।’
তিনি আরও বলেন, ‘হিলভিউতে অস্ত্রের মহড়ায় হওয়া মামলায় এ পর্যন্ত আমরা ২০ জনেরও অধিক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। এছাড়া ওই মামলার কয়েকজন আসামি আদালতে আত্মসমর্পণও করেছে। গ্রেপ্তার সুমনকেও আমরা আজ (বুধবার) আদালতে পাঠিয়েছি।
উল্লেখ্য, ১২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে অস্ত্রের মহড়া দেয় স্থানীয় সন্ত্রাসীরা। ওই সময় তাদের বাধা দিতে গিয়ে আবদুল্লাহ আল মাহমুদ নামের স্থানীয় এক ব্যক্তি কিরিচের আঘাতে আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জানুয়ারি ১৭ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও ১০টি ধারালো অস্ত্র (কিরিচ) উদ্ধার করে। পরবর্তীতে ২০ জানুয়ারি প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া মোহাম্মদ জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ঘটনাযর দিন ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।