বিনোদন

বাসন্তি শাড়ি পরা নারীদের কারণে ‘বসন্ত’ ভালো লাগে: আনিসুল হক

ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। গাছে গাছে ফুটেছে দুরন্ত ফুল। বাতাসে ভেসে আসছে কোকিলের কুহুতান। গাছের তলে অথবা ফুটপাতে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক। মাঘ বিদায় নিয়ে হাজির হয়েছে চৈত্র। বসন্তের আগমনী দিনে যমুনা অনলাইনের বিশেষ আয়োজন ‘বাংলার বইমেলা’র মুখোমুখি হয়েছেন লেখক আনিসুল হক। তার সঙ্গে কথা বলছেন ফারহানা ন্যান্সি।

যমুনা অনলাইন: ক্যালেন্ডারের পাতায় বসন্ত এসে গেছে। আপনার মনে কি বসন্ত এসেছে?

আনিসুল হক: আমার মনে সবসময় বসন্তই থাকে। যদিও আমার প্রিয় ঋতু বসন্ত নয়, বর্ষা। বসন্তের ধুলা অপছন্দ করি। পছন্দ করি সন্ধ্যার বাতাস, কোকিলের গান, ফুটন্ত ফুল। সবচেয়ে পছন্দ করি বসন্তে মেয়েদের গায়ে বাসন্তি রঙের শাড়ি।

যমুনা অনলাইন: আমাদের উপন্যাস-কবিতায় বরাবরই বসন্ত প্রভাব রাখে। এটাকে কীভাবে দেখেন?

আনিসুল হক: আমাদের বসন্তটা কবিদের তৈরি। যেমন নীরদ সি চৌধুরী বলেছিলেন, বাঙালি আগে প্রেম করতে জানতো না, তাদের শুধু শরীর ছিল। বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ে বাঙালি ‘রোম্যান্টিক’ প্রেমটাকে শিখলো, জানলো। একইভাবে আমি বলব– বসন্ত বাংলাদেশের শ্রেষ্ঠ ঋতু নয়। কিন্তু যেহেতু কবিরা বলেছেন, কালিদাস-রবীন্দ্রনাথ বসন্ত নিয়ে বহু গান লিখেছেন; একারণেই বসন্ত বিখ্যাত হয়েছে। বসন্ত খুব আরামের ঋতু, এরকম কিন্তু নয়।

যমুনা অনলাইন: অনেকেরই প্রিয় ঋতু বসন্ত। আপনার হয়তো খুব একটা পছন্দ নয়। তাই হয়তো এভাবে দেখছেন বসন্তকে। জানতে চাই, ভালোবাসার সঙ্গে বসন্তের কোনো যোগাযোগ আছে কিনা?

আনিসুল হক: এটাও একটা পৌরাণিক মিথ। কিউপিড তীর নিক্ষেপ করেছিল। সেই প্রেমের শর এসে আমাদের বুকে বিদ্ধ হয় বসন্তকালে। তাই আমরা বলি, বসন্ত প্রেমের ঋতু। এটাও কবিদের বানানো বলে মনে করি আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *