চট্টগ্রাম

বাসা ভাড়া নিয়ে মদের কারখানা, গ্রেপ্তার ৩

নগরে একটি মদের কারখানায় অভিযান চালিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে নগরের পতেঙ্গা থানার স্টিল মিল বাজারের নুরুন্নবী গলির একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এই অভিযান চলানো হয়।

এ সময় মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ, সরঞ্জামসহ এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, রিপন চাকমা (২২), লিখি চাকমা (২২) ও নতুন চাকমা (২৩)।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত পৌনে বারটার দিকে গোপন সংবাদের ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা বাসা ভাড়া নিয়ে দেশীয় চোলাই মদের কারখানা গড়ে তুলেছিলেন। এ সময় ওই বাসা থেকে ৩টি ড্রাম ও একটি চটের বস্তার ভেতর থেকে ৪১০ লিটার দেশীয় তৈরি মাদকদ্রব্য চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রশাসন ও সাধারণ মানুষের নজর এড়াতে ফ্ল্যাট বাসায় এই কারখানা করা হয়েছে। এখানে তৈরি করা মদ নগরের বিভিন্ন স্থানে সরবরাহ দেওয়া হত। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *