বিআরটিএতে দুদকের অভিযান, তিন কর্মচারী ধরা
চট্টগ্রাম বিভাগীয় বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে দুদক এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে কার্যালয়ের তিনজন কর্মচারীকে হাতেনাতে ধরা পড়ে সেবাগ্রহীতাদের সঙ্গে অবৈধ লেনদেনে। একইসঙ্গে চার দালালকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক এনামুল হক গণমাধ্যমে বলেন, দালালদের দৌরাত্ম্যের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। ছদ্মবেশী অভিযানে চারজন দালাল ও বিআরটিএ’র তিনজন কর্মচারীকে হাতেনাতে আটক করা হয়। চার দালালকে পুলিশে দেওয়া হয়েছে। আটক কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক টিমকে জানানো হয়েছে।