বিএনপি নেতাদের নাশকতার কথা স্বীকার- ডিবি
বিএনপি অস্বীকার করলেও পুলিশ হেফাজতে নেতারা ২৮ অক্টোবরের নাশকতার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি। আদালতেও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে তারা।
রোববার (১৯ নভেম্বর) সকালে নাশকতার সঙ্গে যুক্ত ছয়জনকে গ্রেপ্তারের পর এসব কথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন ২৮ অক্টোবর পুলিশ প্রহারের ঘটনায় সরাসরি যুক্ত ছিলো বলে জানান তিনি।
ডিবি প্রধান জানান, এরা সবাই বিএনপির সক্রিয় নেতাকর্মী। বাসাবাড়ি থেকে বিএনপি নেতাকর্মীদের তুলে নিয়ে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, অনেক সংস্থায় নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযানে আছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ নাম ব্যবহার করে গ্রেপ্তারের অনুরোধ জানান তিনি।