জাতীয়

বিএনপি ভিন্ন পথে ক্ষমতায় আসতে চায়-পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে অন্যভাবে ক্ষমতায় আসতে চায়। বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় স্বস্থিবোধ করে না, তাই তারা নির্বাচনে আসতে চায় না। তফসিল প্রত্যাখান তাদের স্বাভাবিক বিষয়।’

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল শেষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানান পরিকল্পনামন্ত্রী।

আনন্দ মিছিলে নৌকা মার্কায় ভোট চেয়ে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের স্লোগান দেন নেতা–কর্মীরা।

বিএনপিকে নির্বাচনে আনার কোনো উদ্যোগ আছে কি না, সংলাপে চিঠি এসেছে এখন কোনো সংলাপের সুযোগ আছে কি না– এমন প্রশ্নের উত্তরে এম এ মান্নান বলেন, ‘আমি সাধারণ রাজনৈতিক কর্মী। আমাদের দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আছেন, তাঁরা নির্ধারণ করবেন।’

সংলাপের চিঠির বিষয়ে মন্ত্রী বলেন, ‘চিঠি আসছে বিভিন্ন জায়গা থেকে, এটা বিষয় নয়। আমাদের আইন, আমাদের নির্বাচন কমিশন আছে। বিএনপিও রাজনৈতিক দল তাদের কথাও আমরা শুনি, সবার কথা আমরা শুনি, কিন্তু নির্বাচনের বিষয়টা পরিস্কার আমাদের আইনে আছে, সে অনুযায়ী চলবে। চিঠি তো আসতেই পারে, চিঠি আসবে চিঠি পড়ব, চিঠির জবাব দিব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *