আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাস। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে হয় ব্যাপক সংঘর্ষ। জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।

বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলে নেয় শিক্ষার্থীরা। সেখানকার একটি লেকচার হলের সামনে জড়ো হয় তিন শতাধিক ছাত্র-ছাত্রী। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস। বিক্ষোভকারীদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় আন্দোলনকারীরা। একপর্যায়ে তাদের দমাতে পুলিশ ধরপাকড় চালায়। আন্দোলনের জেরে সব ক্লাস স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মাস থেকেই ইসরায়েল বিরোধী আন্দোলনে উত্তপ্ত মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। এরপর তা ছড়ায় লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আটলান্টার বিভিন্ন ক্যাম্পাসে। বিক্ষোভকারী বিভিন্ন শিক্ষার্থীদের গ্রেফতারও করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ২৫টির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *