চট্টগ্রামসাতকানিয়া

বিজিবির ১০০তম রিক্রুট ব্যাচে সেরা হলেন ৪জন

চট্টগ্রামের সাতকানিয়া থেকে: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১০০তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে ৫৮২ জনের মধ্যে সেরাদের বাহিনীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।এ বছর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে ১০০তম রিক্রুট ব্যাচের সর্ববিষয়ে সেরা চৌকস রিক্রুট, ফায়ারিং ও শারীরিক উৎকর্ষতায় ৪ রিক্রুট সেরা হয়েছে।

তাদের মধ্যে সর্ববিষয়ে সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী বক্ষ নম্বর-৩৭২ রিক্রুট (জিডি) ইমরান হোসেন সুয়েব, সর্ববিষয়ে ২য় ও শারীরিক উৎকর্ষতা (মহিলা) বিষয়ে প্রথম স্থান অধিকারী বক্ষ নম্বর-৭১৩ সিপাহী খাদিজা খাতুন, ফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট বক্ষ নম্বর-৩৭৭ সিপাহী মো. উজ্জল হোসেন এবং শারীরিক উৎকর্ষতা (পুরুষ) বিষয়ে ১ম স্থান অধিকারী বক্ষ নম্বর-১৪২ সিপাহী জনি হোসেন।

১০০তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এরপর নবীন সৈনিকদের চৌকসদলের মাধ্যমে বিজিবি মহাপরিচালককে আবারও সশস্ত্র সালাম দেওয়ার মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেষে বিজিবির প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় ট্রিক ড্রিল এবং বিজিবির সুসজ্জিত বাদকদলের মাধ্যমে মনোজ্ঞ ব্যান্ড ডিসপ্লে প্রদর্শন করা হয়।

সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সৈনিকদের উদ্দেশে বলেন, আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সে-ই প্রকৃত সৈনিক, বীরযোদ্ধা। সততা ও কর্তব্যনিষ্ঠা, আনুগত্য ও নির্ভরযোগ্যতা, বুদ্ধিমত্তা ও কর্মতৎপরতা, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি।

বিজিবির ১০০তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ১৮ জুন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) শুরু হয়। প্রশিক্ষণ ভেন্যুতে সর্বমোট ৫৮২ জন রিক্রুটের মধ্যে ৫৪৪ জন পুরুষ এবং ৩৮ জন নারী রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। দীর্ঘ ২৪ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আজ আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের শুভ সূচনা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *