চট্টগ্রামরাজনীতি

বিদেশি টাকায় কালুরঘাটে নতুন সেতু বানাতে চান জাপা নেতা

প্রয়োজনে বিদেশ থেকে টাকা এনে কালুরঘাটে নতুন সেতু বানাতে চান জাতীয় পার্টির নেতা সোলায়মান শেঠ। এখানে পাকা সেতুর অভাবে বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামবাসীর নিত্যদিনের কষ্ট তাকেও বেশ কাঁদায়! বাসিন্দাদের সেই দুর্ভোগ থেকে মুক্তি দিতে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছিলেন সোলায়মান আলম শেঠ। এর আগেও দশম ও একাদশ সংসদ নির্বাচনে তিনি ওই আসন থেকে জাপার প্রার্থী হয়েছিলেন। তবে এবার ওই আসন ছেড়ে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে দল থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সোলায়মান আলম শেঠ বলেন, ‘আমি প্রতিবারই খাগড়াছড়ি থেকে মনোনয়ন পাই। এবারও আমাকে খাগড়াছড়ি থেকে মনোনয়ন দেয়া হয়েছিল। আমিও রাজি ছিলাম। কারণ, সেখানে আমাদের বাঙালি ভাইয়েরা খুবই অবহেলিত। তাদের সঙ্গে পাহাড়িদের একটা ভুল বোঝাবুঝি রয়েছে। সেটা দূর করতে পারলে প্রধানমন্ত্রীকে সুন্দর একটা খাগড়াছড়ি উপহার দিতে পারতাম। এছাড়া সেখানে উন্নয়ন করার অনেক পরিকল্পনা ছিল। যেমনটা কিছু শিল্প-কারখানাসহ আরও অনেক কিছু করার।’

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে দল থেকে নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন চট্টগ্রাম-৮ থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি চট্টগ্রামের সন্তান; তাই চট্টগ্রামের জন্য কিছু করতে চাই। আমার নেতা মরহুম এরশাদ সাহেব দক্ষিণের জন্য প্রথম লোহার সেতু (কর্ণফুলী দ্বিতীয় সেতু) করে দিয়েছিলেন। চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার নামটিও এরশাদ দিয়েছিলেন।’

কালুরঘাট সেতু দিয়ে ট্রেনে ‘ঢাকা টু কক্সবাজার’ যাওয়ার কথা তুলে ধরে সোলায়মান শেঠ বলেন, ‘কালুরঘাট সেতু এলাকায় নতুন সেতুর দাবিতে ২০০৮ সালে আমি প্রথম মানববন্ধন করি। ওই সেতু দিয়ে ট্রেনে কক্সবাজার যাওয়ার শত শত বছরের ইচ্ছা ছিল; অথচ বিদেশিরা পারেনি, জাপানিরা পারেনি, পাকিস্তানিরা পারেনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ব্রিজ দিয়ে ঢাকা থেকে কক্সবাজার ট্রেন নিয়ে গেছেন। এটা যে কত বড় একটা উন্নয়ন, চট্টগ্রামকে কত ধাপ উপরে উঠিয়ে দিয়েছে বলার মত না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *