খেলা

বিপিএলে তামিমদের হারাতে প্রস্তুত চট্টগ্রাম

আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে বিপিএলের শেষ চারের খেলা। দুপুরে এলিমেনিটরে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। কাগজে কলমে বরিশাল দল কিছুটা এগিয়েই থাকবে। দক্ষিণাঞ্চলের দলে রয়েছে তারকার মেলা। অন্যদিকে 

দলটির অধিনায়ক শুভাগত হোম জানালেন বিপক্ষে দলে কারা আছে সে সব বিষয় না। গতকাল (রোববার) গণমাধ্যমের সাথে আলাপকালে শুভাগত বলেন, ‘প্রতি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচ নকআউটের মত খেলেই আমরা প্লে-অফে এসেছি। এটাও আরেকটা দিনের মত ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা অবশ্যই জেতার জন্য মাঠে নামব। যারা ভালো খেলবে তারাই জিতবে।’

প্রতিপক্ষ বরিশালে আছে একাধিক তারকা। কাইল মায়ার্সের পর এসে যোগ দিয়েছেন ডেভিড মিলার। সেসব নিয়ে অবশ্য ভাবতে চাননা শুভাগত, ‘আমরা চাইব ভালো খেলে পরের ম্যাচটা নিশ্চিত করতে। প্রত্যেক দলই চাইবে সেরা প্লেয়ার নিয়ে খেলতে। আমরা আলাদা করে সেরকম কিছু (চিন্তা করছি) না। শেষ কয়েক ম্যাচেও আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলেছি। প্রতিপক্ষ দলে কে আছে তা ফ্যাক্ট না। আমাদের দিকটা আমরা কতটা ভালো খেলতে পারি কতটা মাঠে দিতে পারি সেটার উপর নির্ভর করছে।’

চলতি বিপিএলে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচের রেকর্ড অবশ্য এখন পর্যন্ত চট্টগ্রামকেই সঙ্গ দিচ্ছে। দুইবারের দেখাতেই জয় পেয়েছে তুষার ইমরানের শিষ্যরা। দুবারই আগে ব্যাট করেছিল চট্টগ্রাম। প্লে-অফের লড়াইতে কী হয় ফলাফল, সেটাই দেখার অপেক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *