চট্টগ্রামজাতীয়

বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চলমান প্রকল্পগুলো শেষ করার তাগিদ তাগিদ দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ তাগিদ দেন।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে শেষ করতে হবে।

প্রতিটি প্রকল্পের কাজ মানসম্মত ও যথাসময়ে বাস্তবায়ন করতে হবে।এ সময় তিনি নিজ নিজ জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ভিডিও চিত্র তৈরি করতে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক এবং বিভিন্ন সরকারি দফতরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *