খেলা

বিশ্ব ফুটবল দিবস আজ

আজ বিশ্ব ফুটবল দিবস। গত ৭ মে জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্যদেশগুলোর ভোটে চলতি বছর থেকে বিশ্ব ফুটবল দিবস পালনের সিদ্ধান্ত হয়।

ফুটবল দিবস হিসেবে ২৫ মে নির্ধারণ করা হয়েছে ১৯২৪ সালের একই তারিখকে সামনে রেখে। শত বছর আগে ২৫ মে’তে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হয়েছিল। সেটি ছিল ফুটবলে বিশ্বের সব অঞ্চলের প্রতিনিধিত্ব থাকা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। এইজন্য ২৫ মে বিশ্বব্যাপী প্রথম ফুটবল দিবস।

সাড়ম্বরে এই দিনটি পালন করছে ফিফা-উইয়েফা-এএফসি-কনমেবলসহ সব বৈশ্বিক ও মহাদেশীয় সংস্থা। বাংলাদেশসহ ফিফার সদস্য দেশগুলোতেও পালন করা হচ্ছে বিশ্ব ফুটবল দিবস।

জাতিসংঘে লিবিয়ার স্থায়ী প্রতিনিধি এল-সনির তোলা খসড়ার ভিত্তিতে এই দিনটি ফুটবল দিবস হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বলা হচ্ছে বিশ্বব্যাপী ফুটবলের ভাষা সর্বজনীন- যেকারণে এই দিনটি হোক ফুটবলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *