লোহাগাড়া

বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার

দেশের বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বচ্ছল করতে মৎস্য চাষ ও গরু, ছাগল, মুরগী পালনে উৎসাহিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দীন।

শনিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়িতে সরকারের এলডিডিপি প্রকল্পের আওতায় ডেইরি প্রডিউসার গ্রুপে ব্যবসা প্রণয়ন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এর সময় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বলেন মৎস্য, ডিম, দুধ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান অনেক শীর্ষে। এই অবস্থান আমাদের ধরে রাখতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রামে বিভাগের বিভাগীয় পরিচালক ডা. এ কে এম হুমায়ুন কবির, এলডিডিপি প্রকল্পের প্রধান কারিগরি কর্মকর্তা ড. মো. গোলাম রাব্বানী, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে ৫০ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে সচিব একটি গরুর খামার পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *