পার্বত্য চট্টগ্রাম

বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র পরিদর্শনে জুনাইদ আহমেদ পলক

রাঙামাটির বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র ও বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

শুক্রবার (০৫ এপ্রিল) সকালে ভূ-উপগ্রহ কেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় তিনি ১৯৭৫ সালে দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটির বিভিন্ন খুঁটিনাটি নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ভূ-উপগ্রহ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি ১৯৭৫ সালে জাতির পিতার হাতে স্থাপিত দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটিকে জাদুঘরে রূপান্তর করার বিষয়ে যে প্রকল্পটি পাঠানো হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *