জাতীয়

বেনজীরের অবৈধ সম্পদ বৈধ করা সুযোগ নেই

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি নিয়ে ফৌজদারি মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় তার সম্পদ বৈধ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শুক্রবার (৭ই জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক প্রশ্ন করেছিলেন, এবারের বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। এই সুযোগ বেনজীর আহমেদ নিতে পারবেন কি না?

এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করার বিষয়ে সংসদে আরও আলোচনা হবে। সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই চূড়ান্ত। বেনজীর আহমেদের সম্পদ এখন ফৌজদারি মামলার মধ্যে। এটিকে বৈধ করার কোনো সুযোগ নেই।

এই বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, বেনজীরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। এখন আগাম কিছুই বলা যাবে না। তবে বেনজীর যাই করুক, নাগরিক সুবিধা সে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *