বেলুচিস্তান সীমান্তে ইরানি বাহিনীর গুলিতে চার পাকিস্তানি নিহত
পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াশুক জেলায় সীমান্তে ইরানি বাহিনীর গুলিতে চার পাকিস্তানি নাগরিক নিহত ও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার বেলুচিস্তান প্রদেশের মাশকেলের সীমান্ত গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে।
মাশকেল প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাহেবজাদা আসফান্দ বলেন, ‘ইরানি বাহিনী পাকিস্তানি সীমান্তের ভেতরে গুলি চালায়, তখন নিহতরা পাকিস্তানিরা সীমান্ত এলাকায় বসে ছিল।
স্থানীয় পুলিশ বলছে, চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে অবস্থানরত একজন কর্মকর্তা বলেন, নিহত ও আহত পাকিস্তানি নাগরিকরা ইরানি চোরাচালান করা তেল সরবরাহের সঙ্গে জড়িত ছিল।’
আহতদের মধ্যে আখতার নামে একজন দাবি করেছেন, তারা একটি তেলের চালানের জন্য অপেক্ষা করছিলেন যখন ইরানী বাহিনী গুলি চালায়। এতে চার ইরানি সহ আটজন নিহত হয় এবং নিজেদের নাগরিকদের মরদেহ ইরানী বাহিনী নিয়ে গেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে তেহরান বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।