বেশি দামে মাংস বিক্রি, তিন বিক্রেতাকে জরিমানা
চট্টগ্রাম: নগরের দুই নম্বর গেট এলাকায় বেশি দামে মাংস বিক্রি করায় তিন বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, অভিযানকালে ৩টি মাংসের দোকানে মূল্য বেশি নেওয়ায় ৫ হাজার, ২টি মুদির দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৪ হাজার ও ১টি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
এর আগে বহদ্দারহাট কাঁচাবাজারে তদারকি অভিযানে চারটি গরুর মাংসের দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।