জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ বাবলু মৃধা (৪৭) নামে এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

সোমবার রাত পৌনে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আজকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, কোটা আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যাত্রবাড়ি লাকি কমিউনিটি সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হয় বাবলু। পথচারীরা তাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেখান থেকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের ভাই মো. রুবেল জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার খারিজা বেতাগী গ্রামে। বাবার নাম মফেজ আলী মৃধা। বর্তমানে স্ত্রী সীমা বেগম ও দুই ছেলেকে নিয়ে যাত্রাবাড়ি দনিয়া এলাকায় ভাড়া থাকতো। এবং বাবলু রাজমিস্ত্রীর কাজ করতো।

তিনি আরো জানান, বাবলুর বড় ছেলে আবু তালেব দনিয়া কলেজের ১ম বর্ষের ছাত্র। কোটা আন্দোলনের প্রথম থেকেই মিছিলে ছিল। ১৯জুলাই রাতে ছেলে আবু তালবকে খোঁজতে বের হয়। যাত্রবাড়ী লাকা কমিউনিটি সেন্টার এলাকায় পিঠে গুলিবিদ্ধ হয় বাবলু। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে একমাস চিকিৎসার পর তাকে বিজিবি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গত ২২ আগস্ট সিএসএইচ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *