চট্টগ্রাম

বোয়ালখালীতে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারে ১৫ প্রার্থী

প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও কর্মী-সমর্থকরা।

আজ সোমবার (১৩ মে) বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের তিন পদের ১৫ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকে। আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের তপসিল ঘোষণা করেছিল ইসি। ঘোষিত তপসিল অনুযায়ী বোয়ালখালী উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে। এই ধাপে তিনটি পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন। গতকাল ১২ মে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন চেয়ারম্যান পদ প্রার্থী কাজী আয়েশা ফারজানা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বর্তমানে ভোটের মাঠে আছেন ১৫ জন প্রার্থী।

চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী প্রতীক পেয়েছেন মোটরসাইকেল, সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা পেয়েছেন দোয়াত-কলম, বর্তমান ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম পেয়েছেন কাপ-পিরিচ, ব্যবসায়ী মোহাম্মদ জাহেদুল হক পেয়েছেন হেলিকপ্টার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শফিউল আলম শফি পেয়েছেন ঘোড়া, শ্রমিক লীগ নেতা এস এম নূরুল ইসলাম পেয়েছেন টেলিফোন ও প্রবাসী মোহাম্মদ শফিক পেয়েছেন আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল আলম পেয়েছেন টাইপ রাইটার , মোহাম্মদ সেলিম উদ্দীন পেয়েছেন তালা, মোহাম্মদ রিদওয়ানুল হক টিপু পেয়েছেন চশমা, মোহাম্মদ মীর নওশাদ পেয়েছেন টিউবয়েল ও সজল কান্তি চৌধুরী পেয়েছেন উড়োজাহাজ প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম পেয়েছেন প্রজাপতি, মর্জিনা বেগম পেয়েছেন কলসি ও মোছাম্মৎ উম্মে সালমা পেয়েছেন ফুটবল প্রতীক।

আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. শহীদুল ইসলাম প্রামানিক প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন নির্বাচনের প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *