ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই: আনোয়ারায় এক ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অভিযানে গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. বেলাল (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপর এক অভিযানে ইয়াবা পাচারকালে এক নারীসহ আরও দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে বরুমচড়ার তাদর গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল উপজেলার বরুমচড়া ইউনিয়নের দুলা মিয়ার ছেলে, খালেদা বেগম কক্সবাজার জেলার চকরিয়া করমোহরী এলাকার নুরুল আলমের মেয়ে এবং নুরুজ্জামান সাতকানিয়া উপজেলার খাগারিয়া এলাকার মৃত মীর আহমদের পুত্র।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সোহেল আহমদ বলেন, গ্রেপ্তার বেলাল গত ১০ ডিসেম্বর তার সহকর্মীদের নিয়ে পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
অপরদিকে ইয়াবা নিয়ে এক নারী ও পুরুষ কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্য চট্টগ্রাম আসার পথে পিএবি সড়কের বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।