অন্যান্য

ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে লাগবে ১০ বছরের অভিজ্ঞতা

ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের যোগ্যতা, বয়স এবং বেতন নির্ধারণ করে দিয়ে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

ঐ প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের সুশাসন নিশ্চিতে উপযুক্ত ও পেশাগতভাবে দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। আমানতকারীদের আস্থা অর্জন ব্যাংক কোম্পানির জন্য অপরিহার্য। ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদে স্বাধীনভাবে এবং কেবল ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে স্বতন্ত্র পরিচালকের দায়-দায়িত্ব অন্য পরিচালকদের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। স্বার্থের সংঘাত পরিহার করে আমানতকারীর স্বার্থ রক্ষায় ব্যাংক কোম্পানির জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা আবশ্যক। এ বিষয়ে অনুসরণীয় নীতিমালা জারি করা হলো।

স্বতন্ত্র পরিচালক: ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ১৫ এর উপধারা (৯)-এর ব্যাখ্যা অনুযায়ী, স্বতন্ত্র পরিচালক ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ারধারক থেকে স্বাধীন এবং তিনি শুধু ব্যাংক কোম্পানির স্বার্থে নিজের মতামত দেবেন। ব্যাংকের সঙ্গে কিংবা ব্যাংক সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে যার অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত না।

স্বতন্ত্র পরিচালক সংখ্যা: তিন জন স্বতন্ত্র পরিচালকসহ কোনো ব্যাংক কোম্পানিতে সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকতে পারবেন। তবে পরিচালক সংখ্যা ২০ জনের নিচে হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা হবে দুই জন।

যোগ্যতা: স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স ৪৫ বছর এবং সর্বোচ্চ বয়স হবে ৭৫ বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্বতন্ত্র পরিচালক কর খেলাপি হতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *