আন্তর্জাতিক

ভয়াবহ ভূমিধসের কবলে পেরু

ভয়াবহ ভূমিধসের কবলে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে দেশটির ‘আলকা’ শহরে সৃষ্টি হয়েছে এই দুর্যোগ। এক প্রতিবেদনে রিলিফ ওয়েব এ তথ্য জানায়।

কাদামাটিতে চাপা পড়েছে রাস্তা, বাড়িঘর, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৭৫টি আবাসিক ভবন। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।

কর্তৃপক্ষ জানায়, দুর্যোগ কবলিত এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। তবে, বৈরী আবহাওয়া আর ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে বিলম্বিত হচ্ছে উদ্ধার কার্যক্রম। চেষ্টা করা হচ্ছে আটকে পড়াদের মাঝে ত্রাণ পাঠানোর। তবে, তাও হয়ে পড়েছে বেশ কঠিন। তারপরও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এমন অবস্থায় আটকে পড়াদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *