আন্তর্জাতিক

ভয়াবহ ভূমিধসের শিকার চীন

ভয়াবহ ভূমিধসের শিকার চীনের ইউনান প্রদেশ। নিখোঁজ কমপক্ষে ৪৭ জন। তারা সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদন চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঝাওতোং শহরে সোমবার স্থানীয় সময় ভোরে হয় এই দুর্ঘটনা। বিধ্বস্ত অনেক ঘরবাড়ি। ভূমিধসের কারণ সম্পর্কে জানা যায়নি এখনও। চলছে অনুসন্ধান ও উদ্ধারকাজ।

তবে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় কঠিন হয়ে পড়েছে অভিযান। এ পর্যন্ত ৫ শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দক্ষিণ পশ্চিমের পাহাড়ী অঞ্চলটি প্রায় নিয়মিতই ভূমিধসের শিকার হয়। এর আগে, ২০১৩ সালের জানুয়ারিতে সেখানে ১৮ জনের মৃত্যু হয়েছিল ভূমিধসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *