ভর্তি পরীক্ষার্থীদের সেবায় ইবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস
গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৩ মে) বেলা ১১ টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২ টায়। ইবি কেন্দ্রে মোট ৭টি ভবনে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২৪৬ জন।
এদিকে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে শাখা ছাত্রলীগ। ক্যাম্পাসের প্রধান ফটক, থানা গেইট ও জিয়া মোড় এলাকায় এই সার্ভিস চালু রেখেছে নেতাকর্মীরা। সরেজমিনে বাইকে ছাত্রলীগের নেতাকর্মীদের ভর্তিচ্ছুদের কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায়।
এ ছাড়াও ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে সুপেয় খাবার পানি বিতরণ, ভর্তিচ্ছুদের ব্যাগ, মোবাইল ও মানিব্যাগ রাখার ব্যবস্থা, অবিভাবকদের বিশ্রামের জন্য অভিভাবক কর্নার, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য লজিস্টিক সাপোর্ট প্রদানের ব্যবস্থাও করেছে শাখা ছাত্রলীগ।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহায়তায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার দিনগুলোতে আমাদের এসব কর্মসূচি অব্যাহত থাকবে।