আন্তর্জাতিক

ভারতে কৃষকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, নিহত ১

ভারতের আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত শহর খানাউরিতে। এতে শুভ করণ সিং নামের এক কৃষক নিহত হয়েছেন।

আন্দোলনরত কৃষকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উৎপাদিত ফসলের ন্যূনতম মূল্য (মিনিমাম সাপোর্টিং প্রাইস-এমএসপি) বাড়ানোর দাবিতে কর্মসূচিতে যোগ দিতে হরিয়ানা রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লিতে রওনা কৃষকদের একটি দল। তাদের থামাতে হরিয়ানা-দিল্লির সব সীমান্তপথে ব্যারিকেড বসিয়েছিল হরিয়ানা পুলিশ।

খানাউরি সীমান্তপথে ব্যারিকেডের সারি দেখতে পেয়ে কৃষকরা সেগুলো সরানোর চেষ্টা করছিলেন, সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হরিয়ানা পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং এতে শুভ করণ সিং ঘটনাস্থলেই নিহত হন। তিনি ছাড়া আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

হরিয়ানাভিত্তিক কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষান সভার (এআইকেএস) নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ তিন জনকে নিকটস্থ পাতিয়ালা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎকরা শুভ করণকে মৃত ঘোষণা করেন।

পাতিয়ালা হাসপাতালের একজন চিকিৎসক এনডিটিভিকে বলেন, ‘গুলিবিদ্ধ তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে একজনকে আনা হয়েছিল মৃত অবস্থায়, বাকি দু’জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল আছে।’

তবে কৃষকদের অভিযোগ, সেই প্রতিশ্রুতির দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভুট্টা, তুলা, মাসকালাই, মটর ও মসুর ডালসহ কয়েকটি ফসলের এমএসপি বাড়ানো হয়নি। এসব ফসলের এমএসপি পুনঃনির্ধারণের দাবিতে গত মাসে দিল্লিতে কর্মসূচি পালনের ঘোষণা দেয় ভারতীয় কৃষদের সবচেয়ে বড় দুই জোট কিষাণ মজুদর মোর্চা ও সংযুক্ত কিষাণ মোর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *