জাতীয়

ভারতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ এমপি আজিম

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ হয়েছেন। টানা চার দিন ধরে নিখোঁজ তিনি— এমন দাবি করেছেন তার স্বজনরা।

স্বজনরা জানান, গত ১১ মে চিকিৎসার জন্য ভারত যান আনোয়ারুল আজিম। ওইদিন চুয়াডাঙ্গার দর্শনা ইমগ্রেশন বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন। ১৫ই মে পর্যন্ত তার সাথে যোগাযোগ থাকলেও ১৬ মে থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের।

টানা চারদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পরিবার ও নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে রোববার (১৯ মে) বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান তার স্বজনরা। এমপি আনোয়ারুল আজিমের তথ্য পেতে গোয়েন্দা পুলিশের শরনাপন্ন হয়েছেন তারা।

এমপি আনোয়ারুল আজিমের বড়ভাই ইমান আলী জানান, নানা কাজে তাকে বিভিন্ন সময় দেশের বাইরে যেতে হয়। তবে এমন ঘটনা কখনই হয়নি। তিনি কলকাতায় তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *