ভারতে ঘন কুয়াশা, একাধিক ফ্লাইট বিঘ্নিত
ঘন কুয়াশায় বিঘ্নিত হয়েছে ভারতের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ফ্লাইট। ব্যাপকভাবে ব্যাহত যান চলাচল। মঙ্গলবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের চেয়ে ৪ ঘণ্টারও বেশি দেরিতে স্টেশনে পৌঁছায় একাধিক ট্রেন। প্রচণ্ড কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ঘটছে দুর্ঘটনাও। খুব কাছের কোনো জিনিসও দেখতে বেশ কষ্ট হচ্ছে বলে জানায় স্থানীয়রা।
এমন পরিস্থিতিতে যান চালনায় বিশেষ সতর্কতা বজায় রাখতে পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। বায়ুদূষণ আর শৈত্যপ্রবাহে প্রতি বছরই এই সময় এমন ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা। থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি আর বাজি-পটকা ফাটানোয় যা আরও প্রকট হয়েছে।
দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, আরও কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকবে দেশের বিভিন্ন স্থানে।
এর আগে, মঙ্গলবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।