আন্তর্জাতিক

ভারতে মালবাহী ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, পুড়ে মারা গেলো ১৩ যাত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় তৎক্ষণাৎ আগুন ধরে যায় বাসটিতে। আর আগুনে পুড়েই মৃত্যু হয় ভেততে থাকা ১৩ যাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন যাত্রী। খবর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের।

মধ্যরাতে ভারতের মধ্যপ্রদেশের গুনাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন সূত্রে জানা গেছে, বুধবার রাতে গুনা-আরন রোডে একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাসের। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। যাত্রীদের চিৎকার চেঁচামেচির আওয়াজে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। পরে আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দায়িত্বরত কর্মকর্তারা। আসেন ওই জেলার শাসক তরুণ রাঠিও।

তরুণ রাঠি বলেন, জখম যাত্রীরা আপাতত আশংকামুক্ত। নিহত যাত্রীদের দেহ আগুনে এমনভাবে ঝলসে গিয়েছে যে, সেগুলি শনাক্ত করতে ডিএনএ টেস্ট করতে হবে।

পুলিশের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

এছাড়া, নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *