ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি নারী
ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি নারী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার (২০ মে ) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাঁরা দেশে ফিরেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসারা হলেন-মিনা বেগম (৩১), শিউলী বেগম (২৮), লিপি খাতুন (২৫), সুকজান বেগম (৩৩), নাজমা খাতুন (২৩), ঝুমা খাতুন (১৮), মনি (২১) ও ফারহান বেগম (৩৫)। এরা দেশের খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মাদারীপুর, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ৮ বাংলাদেশি নারীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার ও রাইটস যশোর নামের দুটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসা নারীরা ভালো কাজের আশায় ভারতের গিয়েছিল। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার সময় তাঁরা পুলিশের হাতে আটক হন। পুলিশ তাঁদের জেলহাজতে পাঠায়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। সাজার মেয়াদ শেষে সোমবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফিরেছেন। তাঁদের যশোর জাস্টিস এন্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।