বিনোদন

ভুজপুর থানার ওসির বিরুদ্ধে আ.লীগ নেতার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন এক আওয়ামী লীগ নেতা।

সোমবার (১০জুন) এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অনুলিপি পুলিশের মহাপরিদশক ও দুর্নীতি দমন কমিশনেও দেন।

তবে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘একজন কর্মকর্তা হিসেবে আমি এ কাজ করতে পারি না। এলাকার জনপ্রতিনিধিরা আটক করা গাড়িটি ছাড়তে অনুরোধ করেছেন। তাই আমি আটক গাড়িটি ছেড়ে দিয়েছি। এখানে অর্থ আদায়ের কী আছে।’

অভিযোগকারী উপজেলার সুয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য নুরুল আলম। তিনি ওই এলাকার মাইজপাড়া গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৬ জুন উপজেলার মাইজপাড়া গ্রামের মোমেন নামের এক যুবক স্থানীয় একটি খাল থেকে নিজের পাকা ঘরের জন্য বালু তোলেন। এসময় খবর পেয়ে ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ উপস্থিত হয়ে একাজে ব্যবহৃত গাড়িটি অবৈধ বলে আটক করেন। এলাকার নেতৃবৃন্দ গাড়িটি ছাড়ার অনুরোধ করলেও এসআই বিষয়টি ওসিকে জানাতে বলেন। পরে ওসির সাথে যোগাযোগ করলে ওসি ভ্রাম্যমাণ আদালত ছাড়া গাড়িটি ছাড়া যাবে না বলে লোকজনকে শাসান। পরে ওসি গোপনে অন্যায়ভাবে অর্থের বিনিময়ে গাড়িট আটকমুক্ত করেন। যা সম্পূর্ণ অন্যায় ও বেআইনি বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগকারী আওয়ামী লীগ নেতা নুরুল আলম বলেন, ‘এলাকার কিছু কুচক্রী মহল ওসির সাথে আঁতাত করে অনিয়মের এসব কাজে জড়িত। বিষয়টি আমি রাজনৈতিক ও একজন সচেতন ব্যক্তি হিসেবে মেনে নিতে পারিনা। আমরা সুশৃংখল এলাকা চাই। অন্যায় করতে পারিনা। তাই আমি ঊর্ধ্বতনদের বরাবরে অভিযোগ দিয়েছি।’

ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কাজ করতে গেলে এলাকায় একটি পক্ষ বিরুদ্ধে লাগে। যার পক্ষে যায় না সে বিরুদ্ধে লেগে যায়। ভালো কাজ করা মুশকিল।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফি উল্লাহ বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *