কক্সবাজার

ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, কারাগারে পুলিশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসআই সাগর হাওলাদারকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করতে আসলে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ বিষয় নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী আব্দুর রহিম।

তিনি বলেন, মামলার গুণাগুণ বিবেচনা করে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।

মামলার এজাহারে বলা হয়েছে, উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসআই সাগর হাওলাদার ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি থেকে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত বেতন–ভাতার ৩০টি ভুয়া বিল তৈরি করে তিন লাখ ১২ হাজার ৯০৪ টাকা আত্মসাৎ করেছেন।

নিজ প্রতিষ্ঠানের নন গেজেটেড কর্মচারীদের নামে ভুয়া বেতন–ভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বাদী হয়ে ১৮ অক্টোবর বিকেলে মামলাটি রুজু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *