ভুল চিকিৎসায় পা-ভাঙা রোগীর মৃত্যুর অভিযোগ
রাজধানীর লালমাটিয়ায় ইস্টার্ন কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় পা-ভাঙা এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, পঙ্গু হাসপাতালে অপারেশনের সিরিয়াল না পেয়ে ওই রোগীকে ইস্টার্ন হাসপাতালে ভর্তি করান তারা।
কিন্তু অপারেশনের আগে অ্যানেস্থিসিয়া দেয়ার বিশ মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় রাতভর হাসপাতালের সামনে অবস্থান নিয়ে দোষীদের বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।
বৃহস্পতিবার রাতে মিরপুরে এক বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হন ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ শামীম নামের পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি। পরে আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে অপারেশনের সিরিয়াল দেয়া হয় ঈদের পরে। উপায় না পেয়ে দালালের দ্বারস্থ হয়ে আসেন লালমাটিয়ার এই ইস্টার্ন কেয়ার হাসপাতালে।
ইস্টার্ন কেয়ার হাসপাতালে ভর্তি করানোর একদিন পরই চিকিৎসকরা তার অপারেশনের সিদ্ধান্ত নেন। রোববার বিকেলে তার সব ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। নেয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে অ্যানেস্থেসিয়া দেয়ার বিশ মিনিট পর চিকিৎসকরা তার মৃত্যুর খবর জানান।
মোড়কজাত খাবারে ট্রাফিক লাইট মার্কিংসহ স্বাস্থ্য সতর্কবাণী জরুরিমোড়কজাত খাবারে ট্রাফিক লাইট মার্কিংসহ স্বাস্থ্য সতর্কবাণী জরুরি
এ ঘটনায় রাতভর হাসপাতালের সামনে অবস্থান নিয়ে স্বজনরা দোষীদের বিচার দাবি করেন। এ ঘটনায় কোনো বক্তব্য দিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, তারা মৃতের স্বজনদের সাথে আপোষ-মীমাংসার চেষ্টা করছে বলে জানান নিহতের স্বজনরা।