আন্তর্জাতিক

‘ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনা’, তিন মার্কিনসহ গ্রেপ্তার ৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তারা তিনজন মার্কিন, দুইজন স্পেন এবং একজন চেক প্রজাতন্ত্রের নাগরিককে গ্রেপ্তার করেছে। ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসদাডো ক্যাবেলো বলেছেন, শত শত অস্ত্রও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছিল।

ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আটক স্পেনের নাগরিকরা মাদ্রিদের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের (সিএনআই) সঙ্গে সম্পৃক্ত। তবে স্প্যানিশ সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এক সংবাদ সম্মেলনে ক্যাবেলো বলেন, সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছে এবং এটিতে আমরা বিস্মিত নই। তবে স্পেনের সিএনআই সর্বদাই এখানে ‘নিম্ন পোফাইল’ বজায় রাখে কারণ তারা জানে এখানে সিআইএ কাজ করে।

এদিকে যুক্তরাষ্ট্রও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে মার্কিন জড়িত থাকার যেকোনো দাবি স্পষ্টতই মিথ্যা।

প্রসঙ্গত. ভেনেজুয়েলার সবশেষ নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে পশ্চিমারা। দু’দিন আগেই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ১৬ সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর দুইদিন পরেই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করলো ভেনেজুয়েলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *