চট্টগ্রাম

ভোটারদের প্রমাণ করতে হবে বিএনপির অপরাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে

চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু বলেছেন, ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রায় প্রদান করে প্রমাণ করুন এই দেশে বিএনপি-জামাতের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক অপরাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসন ভোটারদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের যে প্রস্তুতি ও পদক্ষেপ নিয়েছেন তা যেন শতভাগ কার্যকর হয় সে ব্যাপারে সকলকেই সর্তক ও সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পাহাড়তলী ব্যবসায়ী ও বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় ও গণসংযোগকালে তিনি একথা বলেন।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন একটি ব্যবসাবান্ধব পরিবেশ সুরক্ষায় আমি এলাকাকে মাদক, সন্ত্রাস ও সামাজিক বেবিচার মুক্ত করতে বদ্ধ পরিকর।

এতে আরো বক্তব্য রাখেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর হাজী নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক ছাবের আহমদ সওদাগর, লুৎফুল হক খুশি, রেলওয়ে বাজার বণিক কল্যাণ সমিতির জাহাঙ্গীর আলম, নুরু নবী তালুকদার, আবদুস শুক্কুর লিটন, আবুল হাশেম, কমল বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *