জাতীয়

ভোটার কেন কেন্দ্র থেকে ফিরে যায়, জানালেন সিইসি

ভোট না দিয়ে ভোটার কেন কেন্দ্র থেকে ফিরে যায়, এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে ভোটারদের আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নির্দেশ দিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়দিন আগে রোববার ভোটে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ভোটের দিন, বিশেষত কিছু অসদুপায় অবলম্বনের চেষ্টা হয়ে থাকে। যেমন- ব্যালট কেড়ে নিয়ে সিল দিয়ে ব্যালট বাক্সে পুরে দেয়া, কেন্দ্র দখল হয়ে যাওয়া।

কেন্দ্রের ভেতর পেশিশক্তির উদ্ভব বা আবির্ভাব, তারাও নির্বাচন বা পোলিংয়ের পরিবেশকে নষ্ট করে ফেলে।

তিনি বলেন, ‘ভোটার যদি জানে, কেন্দ্র দখল হয়ে গেছে এবং কেন্দ্রের ভেতর অরাজকতা বিরাজ করছে এবং সেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন না, তাহলে তারা পথ থেকে ফিরে যাবেন। তারা আর ভোট কেন্দ্রমুখী হবেন না। তারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ ভোটার হন, তারা ভোটটাকে প্রত্যাখ্যান করে চলে যাবেন।’

হাবিবুল আউয়াল বলেন, কাজেই আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের বিচরণের মাধ্যমে, তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে জনগণের মধ্যে সেই আস্থা, বিশ্বাসটা গড়ে তোলা যে, নির্বাচনের পরিবেশ আছে। এবং আপনারা (ভোটাররা) ভোট কেন্দ্রের ভেতর প্রবেশ করে নির্ভয়ে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *