চট্টগ্রাম

ভোটের মাঠে কিভাবে কাজ করবে ডগ স্কোয়াড, দেখাল সিএমপি

ভোটের মাঠে কিভাবে কাজ করবে তার মহড়া দেখাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বহরে সদ্য যুক্ত হওয়া বিশেষায়িত ডগ স্কোয়াড ‘কে-৯’ ইউনিট। নির্বাচনী সরঞ্জাম বিতরণ কেন্দ্র এম এ আজিজ স্টেডিয়ামের আশপাশে তল্লাশি অভিযানের একটি মহড়া দেখানো হয়।

জঙ্গি ও সন্ত্রাস দমন, বিস্ফোরক দ্রব্য শনাক্ত এবং মাদকদ্রব্য শনাক্তে পারদর্শী নেদারল্যান্ডস থেকে আনা নয়টি কুকুর নিয়ে ‘কে-৯’ ইউনিট। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের তত্ত্বাবধানে এই ইউনিট পরিচালিত হচ্ছে।

মহড়া শেষে সাংবাদিকদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, সিএমপির স্পেশাল ডগ স্কোয়াড নানা ধরনের বিস্ফোরক দ্রব্য শনাক্ত করতে সক্ষম। পরিস্থিতির প্রয়োজনে যদি কোনো এলাকায় অপারেশন প্রয়োজন হয় এবং সে এলাকায় যদি এমন কোনো বস্তুর নমুনা থাকে, তাহলে প্রশিক্ষিত ডগ স্কোয়াড তা শনাক্ত করতে পারবে।

তিনি বলেন, নির্বাচনের দিন বিশেষ একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি নির্বাচনী সরঞ্জাম বিতরণের একটি কেন্দ্র। এ কেন্দ্র ঘিরে কেউ যাতে কোনো নাশকতা করতে না পারে সেজন্য আমরা ম্যানুয়ালি কাজ করেছি। আজ প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ‘কে-৯’ ইউনিটকে কাজে লাগিয়েছি। তারা বিভিন্ন জায়গা অনুসন্ধান করে দেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *