ভোট দিতে দলে দলে দেশে ফিরছেন প্রবাসীরা!
ভোট দিতে হেলিকপ্টারে করে ৪ জানুয়ারি সপরিবারে বাড়িতে ফিরেছেন কিশোরগঞ্জের আবুল কাশেম নামের এক ইতালি প্রবাসী। শুধু আবুল কাশেম নন, ভোটের মাঠে থাকতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে আসছেন রেমিটেন্সযোদ্ধারা।
কানাডা থেকে ভোট দিতে দেশে এসেছেন নুরে আলম। তিনি বলেন, ‘দেশে নির্বাচনের আয়োজন চলছে। সঠিক সময়ে নির্বাচন করায় সরকারকে ধন্যবাদ। প্রথমত, ভোট দেবার উদ্দেশ্যে দেশে এসেছি। দ্বিতীয়ত, ভোটকে কেন্দ্র করে সব আত্মীয়দের সাথে দেখা হবে।
মধ্যপ্রাচ্য থেকে আসা একদল প্রবাসী বলছেন, দেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে থাকেন। তারা সবাই চাইলেও নানা সংকটে ভোট দিতে আসতে পারছেন না। তবে অনেকেই কর্মক্ষেত্র ম্যানেজ করে ভোটের ওসিলায় পরিবারের সাথে মিশতে দেশে এসেছেন।
এভিয়েশন বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে প্রায় সাড়ে চার হাজার প্রবাসী দেশে ফিরেছেন। তবে এই সংখ্যা আরো বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি।