জাতীয়

ভোট না দিলেই কি বিএনপির জয়!

নির্বাচনে শান্তিপূর্ণ প্রচারের মাধ্যমে ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত ও কেন্দ্রবিমুখ করাই এখন তাদের মূল লক্ষ্য। নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত দুটি কারণে ভোট বর্জনেই ফিরে এসেছে বিএনপি।

প্রথমত: ভোটাররা যদি সহিংসতার কারণে ভোট দিতে না পারে তাহলে এর দায় বিএনপির ওপরই বর্তাবে।

দ্বিতীয়ত: ভোটে বাধা দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায়ও পড়তে পারেন দলটির নেতাকর্মীরা।

তাই আগামী নির্বাচনে শান্তিপূর্ণ প্রচারের মাধ্যমে ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত ও কেন্দ্রবিমুখ করাই এখন তাদের মূল লক্ষ্য।

কেননা এতে নির্বাচনটি দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এমন প্রেক্ষাপটে ভোটারবিহীন নির্বাচন হলে আন্তর্জাতিক চাপে আবার নির্বাচন দিতে বাধ্য হবে সরকার।

তাই এবারের নির্বাচনে ভোটাররা যদি ভোট দিতে না যায় সেটিই বিএনপির সবচেয়ে বড় সফলতা হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *