ধর্ম

মক্কায় ভাইরাল সর্বকনিষ্ঠ হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে বাবা-মায়ের সাথে পবিত্র হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে ইয়াহিয়া মোহাম্মদ রামাদান নামের এক শিশুর। সৌদিতে মৃত্যুবরণ করা হজযাত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল ইয়াহিয়া।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ।

এবার বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করার কথা ছিল শিশু ইয়াহিয়ার। তবে হজের আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি গালফ নিউজ। মক্কার একটি ভবনের ছাদ থেকে পড়ে ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে দাবি করলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম গালফ টুডেতে বলা হয়েছে, ইয়াহিয়ার পরিবার জানিয়েছে, তারা যখন হজের আনুষ্ঠানিকতা পালন করছিল তখন কাবায় তার মৃত্যু হয়। কারণ সেখানে যে গরম ছিল তা সে সহ্য করতে পারেনি।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইয়াহিয়ার প্রকাশ করে তার মা। ছবিতে দেখা যায় শিশুটি পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে হাসছে। ছবিটি মন কেড়েছিল নেটিজেনদের। পরবর্তীতে এই ছবিটি ছড়িয়ে যায় নেটদুনিয়ায়।

ইয়াহিয়া মিসরের নাগরিক। তাদের বাড়ি দেশটির কাফর আল শেখ প্রদেশে। তবে কাজের সুবাদে তার বাবা সৌদিতে থাকতেন।

মক্কায় মৃত্যুবরণ করায় শিশু ইয়াহিয়াকে জানাজা শেষে সেখানেই সমাহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *