মডেলিংয়ের বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৮
ফেসবুকে লোভনীয় চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাক মেইল করে অসামাজিক কাজে বাধ্য করানোর সিন্ডিকেটের মূলহোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৫ জুন) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মডেলিংয়ের বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাক মেইল করে অসামাজিক কাজে বাধ্য করানোর সিন্ডিকেটের মূলহোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।