মধ্যরাতে বৈদ্যুতিক খুঁটিতে চড়লো সেই ‘টাওয়ার নাছির’
নাম মোহাম্মদ নাছির। রাত বিরাতে তিনি উঠে পড়েন বৈদ্যুতিক খুঁটিতে। এপর্যন্ত কতবার এমন ঘটনা তিনি ঘটিয়েছেন তার ইয়ত্তা নেই। তাই তাকে সবাই চেনে ‘টাওয়ার নাছির’ নামেই। নাছিরের দাবি—তার সাথে থাকা খারাপ জ্বিন তাকে এভাবে বৈদ্যুতিক খুঁটিতে তোলে। এরপর ভালো জ্বিন আজান দিলে নামিয়ে দেয়।
সবশেষ, মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরের চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন নাছির। এরপর প্রায় আধঘণ্টা পর আজান দেওয়া হলে তিনি নিজেই নিচে নেমে আসেন।
জানা গেছে, মোহাম্মদ নাছির নগরের হালিশহর থানার বউবাজার এলাকার মাস্টারপুলের মেহমান কলোনির বাসিন্দা।
খুঁটি থেকে নিচে নেমে আসার পর কারণ জানতে চাইলে নাছির বলেন, ‘অনেকবছর ধরে আমাকে খারাপ জ্বিন বিদ্যুতের খুঁটির ওপর তোলে। আমার বাবা অনেক টাকা-পয়সা খরচ করছে। কিন্তু তাও কাজ হয়নি। আমার মাকেও ওই জ্বিন মেরে ফেলছে। আবার ওইসময় আজান দিলে আমাকে নামিয়ে দেয়।’
‘আমি কখন উঠি বা নামি আমার কিছুই মনে থাকে না। নামার পর অজ্ঞান হয়ে যাই। আমাকে আগ্রাবাদ, চন্দনপুরা, লামারবাজারসহ বিভিন্ন জায়গায় এরকম বিদ্যুতের খুঁটির ওপর তোলে ওই খারাপ জ্বিন। এরপর আমার রক্ত খায়। আজান দিলে আমাকে আবার নামিয়ে দেয়।’ বলেন তিনি।
লামারবাজার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে সিভয়েস২৪-কে বলেন, ‘আজ ১২টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নাছির নামে ওই ব্যক্তিকে উদ্ধার করি। এসময় তার হাতে-পা রক্তাক্ত অবস্থায় দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করি।’
কি কারণে খুঁটিতে উঠেছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে এলাকায় সবাই ‘টাওয়ার নাছির’ নামেই চেনে। এ পর্যন্ত অনেকবার তাকে আমাদের বিভিন্ন স্টেশনের কর্মীরা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে। তার দাবি তার সাথে নাকি জ্বিনের আছর আছে।’
শেষ কবে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন—এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘কিছুদিন আগে তিনি বাকলিয়া এক্সেস রোডের কালামিয়া বাজারের বিদ্যুৎ অফিসের খুঁটিতে উঠে পড়েন। তিনি কখন ওঠেন বা নামেন তার নাকি মনে থাকে না। নামার পর আবার তিনি অজ্ঞান হয়ে যান।’