চট্টগ্রামফটিকছড়ি

মরা খালের ‘প্রাণ’ ফেরাতে গেলেন প্রশাসনের কর্তারা

অবশেষে ফটিকছড়ির নাজিরহাটের মরা খালের প্রাণ ফেরাতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

রবিবার (২ জুন) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল খালটির দখল করা বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করে মাপঝোপ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. মঞ্জুর আহাম্মদ। অন্যান্যদের মধ্যে ছিলেন চেইনম্যান মো. ওসমান, নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক মো. রুবেল চৌধুরী, স্থানীয় সার্ভেয়ার মোহাম্মদ রাশেদ ও মো. মহিউদ্দিন।

সার্ভেয়ার মো. মঞ্জুর আহাম্মদ বলেন, ‘খালটির বিভিন্ন অংশ সরেজমিনে দেখেছি। এতে অনেক অংশে অবৈধ দখলের প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে ঝংকার মোড় এলাকায় বেশি। অনেকে আবার খালে আবর্জনা ফেলে বিষাক্ত করে রেখেছেন।’

নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপশ্রী নাথ বলেন, ‘খালটির কিছু অংশ ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকানাধীন। বাকি পুরোটাই খাল। আমরা অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালাই। কিন্তু অদৃশ্য শক্তির কারণে তারা আবারো আগের অবস্থায় ফিরে আসেন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ফলে ভূমি কার্যালয়ের সার্ভেয়ারসহ পাঁচ সদস্যের একটি দল সেখানে পাঠানো হয়। প্রতিনিধিদল সরেজমিনে দেখেছেন। যাচাই-বাছাই করে অবৈধ দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *