দেশজুড়ে

মসজিদে ঢুকে ইমামকে যুবদল নেতার বেধড়ক মারধর

নোয়াখালীর সুবর্ণচরে মাওলানা ছানা উল্লাহ নামে এক ইমামকে বেধড়ক মারধর করেছেন আব্দুল ওয়াহিদ নামের এক যুবদল নেতা।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত বায়তুল নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল ওয়াহিদ স্থানীয় ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি যুবদলের ৫নং চরজুবলী ইউনিয়ন উত্তর শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম ওরফে কালাম মেস্তরির ছেলে।

এ বিষয়ে ইমাম ছানা উল্লাহ বলেন, শুক্রবার (১৭ মে) মসজিদে কোরআন হাদিসের আলোকে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করি। এতে ক্ষুব্ধ হয়ে মসজিদের ভেতরে ঢুকে কিছু বুঝে উঠার আগেই আমাকে লাথি, ঘুষি মারতে থাকে। পরে আশপাশের মানুষ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তারা এগিয়ে না আসলে আমাকে মেরেই ফেলত। আমি এর বিচার চাই।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, আব্দুল ওয়াহিদ তার ছোট ভাইকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু বলেন, আমার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, আমরা আব্দুল ওয়াহিদ ও তার বাবাকে মসজিদ কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।

এ ঘটনায় আব্দুল ওয়াহিদ বলেন, আমি রাগের মাথায় ইমামকে আঘাত করেছি। এজন্য লজ্জিত।

চরজব্বর থানার ওসি মো. কাউসার আলম ভুঁইয়া বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *