মহাপরিচালকের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পরিচয়ে প্রতারণা, সতর্ক করলো নার্সিং অধিদপ্তর
বদলি ও পদায়নের আশ্বাস দিয়ে নার্সদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি মহল। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পরিচয় দিয়ে এই প্রতারণা চালাচ্ছে চক্রটি । এ বিষয়ে সতর্ক করে নোটিশ জারি করেছে অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ জুন) জারি করা এই নোটিশে প্রয়োজনে নিকটস্থ থানায় আইনের সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন নোটিশের বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মহাপরিচালকের কনসার্ন থেকে আমরা সতর্কতা জারি করেছি। তার পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করার জন্য।’
বৃহস্পতিবার জারি করা নোটিশে বলা হয়, ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তার নাম দিয়ে কিছু দালাল চক্র বদলি বা পদায়নের কথা বলে নার্সগণের কাছ থেকে টাকা দাবি করছেন। যদি কেউ এ ধরণের কথা বলে তাহলে নিকটস্থ থানায় আইনের সাহায্য নেওয়ার জন্য বলা হলো।’
নোটিশে আরও বলা হয়েছে, ‘বদলি বা পদায়নের বিষয়ে তার কোনো ধরণের ক্ষমতা বা হস্তক্ষেপ নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হলো।’