মাকে বাঁচাতে প্রাণ দিলো ছেলে, সেফটিক ট্যাংকে পড়ে নিহত ৩
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সেফটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দেলোয়ারা বেগম, তার ছেলে হুদা মিয়া এবং প্রতিবেশী ইবলুল মিয়া।
স্থানীয়রা জানান, সকালে শাক তুলতে গিয়ে পা পিছলে পুরাতন সেফটিক ট্যাংক ভেঙে পড়ে যান দেলোয়ারা বেগম। মাকে বাঁচাতে সেফটিক ট্যাংকে নামেন ছেলে হুদা মিয়া। পরে মা ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশী ইবলুল মিয়া। তিনি সেফটিক ট্যাংক থেকে মা ছেলেকে বাঁচাতে নামেন। তবে সেফটিক ট্যাংকের মিথেন গ্যাসের কারনে তারা তিনজনেই মারা যান। পরে খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে ঘটনা ঘটেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।