পার্বত্য চট্টগ্রাম

মাটিরাঙ্গায় ইটভাটায় লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তাইন্দং ইউনিয়নের একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

এ সময় কয়লার বদলে ইটভাটায় জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও মজুত করার অপরাধে একটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় পাঁচ হাজার ৩৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে কিছু ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। এতে ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *