মাটি কাটার দায়ে ইউপি সদস্যসহ ৩ জনকে কারাদণ্ড
চট্টগ্রাম: মিরসরাইয়ে পাহাড়ি ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দিবাগত রাত ২টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল্লাহ আল মামুনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এস্কেভেটর চালক মোসলেম উদ্দিন ও সোহরাব হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে মধ্যম তালবাড়িয়া এলাকার রেললাইনের কাছে পাহাড়ের মাটি কেটে নিকটস্থ ইটভাটায় পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।