কক্সবাজারচট্টগ্রাম

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প: ক্যাবল পাচারের ঘটনায় মামলা করবে দুদক

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে ১৫ কোটি টাকা মূল্যের ক্যাবল পাচারের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতজনকে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার কার্যালয় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এদিকে, ক্যাবল পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদকে রবিবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

৩১ আগস্ট মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ কোটি টাকা সমমূল্যের ক্যাবল নৌপথে পাচারের সময় নৌ-বাহিনীর হাতে আটক হওয়া সাতজনের জিজ্ঞাসাবাদে এই পাচার কাণ্ডে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদসহ আরো বেশ কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীর সম্পৃক্ততা পাওয়া গেছে।

দুদকের এক কর্মকর্তা জানান, মহেশখালী থানায় করা জিডিসহ যাবতীয় কাগজপত্র ঢাকাস্থ দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমতি পেলে মঙ্গলবার মামলা করা হতে পারে।

প্রকল্পের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের এই যোগসাজশে দীর্ঘদিন ধরে সরকারের এই অগ্রাধিকার প্রকল্পে লুটপাট চলছিল বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *