আইন-আদালতচট্টগ্রাম

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে মাদকের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন। দণ্ডিত মো. মনির হোসেন (৩৬) নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বাসিন্দা।

২০১৩ সালে ২৩ এপ্রিল রাতে সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনে থেকে ২১০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালী থানায় র‌্যাবের একজন উপ-পরিচালক বাদী হয়ে মামলাও করেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ২০১৩ সালের ২৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ২২ অক্টোবর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় পাঁচ জনের সাক্ষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *